সাবিনা ইয়াসমিন গ্রেপ্তার



 বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে সাবিনা ইয়াসমিন সোমা নামের আওয়ামী লীগের এক নেত্রী গ্রেপ্তার হয়েছেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইনস রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক ছগির হোসেন। সোমা বরিশাল মহানগর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক।

মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক ছগির হোসেন বলেন, ‘সারা দেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বরিশাল জেলা-মহানগর বিএনপির অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করলে বিচারক সোমাকে জেলহাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, ঢাকার গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পরপরই সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট। ওই ঘটনার পর রবিবার থেকে বরিশাল নগরীতে অভিযান শুরু হয়েছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশন এখনো শুরু হয়নি। তবে যৌথ বাহিনীর সঙ্গে সভাশেষে বলা যাবে কখন‌ অভিযান‌ শুরু হবে।

তবে বরিশাল নগরীতে অভিযানিক টিম বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

Previous Post Next Post