নিয়ম ভেঙে প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিযাপনের অভিযোগে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বহিষ্কৃত হলেন পানামার প্রতিযোগী ইতালি মোরা। যদিও এই নিয়ে মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এখনো।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, আগামী শনিবার (১৬ নভেম্বর) মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল। এই প্রতিযোগিতায় অংশ নিতে সারা বিশ্ব ১৩০ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছে। সেখানে এবার পানামার প্রতিনিধিত্ব করছিলেন ১৯ বছর বয়সী ইতালি মোরা। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকেই তিনি বিতর্কে জড়ান।
প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিযাপন মিস ইউনিভার্স প্রতিযোগীর, অতঃপর…
মোরার দাবি, তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেননি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা। তাই বাধ্য হয়ে তার প্রেমিক জুয়ান আবাদিয়াই ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইনার পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য।