মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশী থাকছে না!

 


মিয়ানমার ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে অস্থিরতায় নিমজ্জিত। এই অভ্যুত্থানটি দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং ব্যাপক বিক্ষোভ সৃষ্টি করে, যা পরে সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে পরিণত হয়। 

জাতিগত গোষ্ঠী এবং নাগরিক নেতৃত্বাধীন বাহিনী সমন্বয়ে গঠিত একটি জোট সামরিক শাসকদের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই বাহিনীগুলির মধ্যে একটি হল আরাকান আর্মি (AA), যা পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্য দখল করতে প্রায় সফল হয়েছে। আরাকান আর্মির সাফল্য ভারতসহ বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণ করেছে।

মিয়ারমারের পশ্চিম রাখাইন প্রদেশে থাকা সামরিক সদর দপ্তর দখলের মধ্য দিয়ে আরো অগ্রসর হলো আরাকান আর্মি। এর মধ্যে রাখাইনের ৮০ শতাংশ এলাকা দখলে নেয়া আরাকান আর্মি সেখানে নতুন রাষ্ট্রের ঘোষণা দিয়ে নতুন সরকারও গঠন করতে পারে বলে জানা যাচ্ছে। কক্সবাজার সীমান্তের ওপাড়ে থাকা প্রতিবেশি রাখাইনকে নিয়ে আরাকান আর্মি এমন ঘটনার জন্ম দিলে নতুন স্বাধীন দেশ হবে ‘আরাকান’। তাহলে কি বাংলাদেশের প্রতিবেশি মিয়ানমার আর থাকছে না? হাতছানি দিচ্ছে নতুন প্রতিবেশি দেশের!Comments

Previous Post Next Post